জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জানান, মহাসচিব নিহত তরুণ নেতা হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
ডুজারিক আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার বিষয়টি মহাসচিব বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার, উত্তেজনা কমানোর এবং সংযমী আচরণের আহ্বান জানাতে বলেন।
স্মরণযোগ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরোনো পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে প্রেরণ করা হয়। সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর হাদি মৃত্যুবরণ করেন।
শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হয় এবং শনিবার (২০ ডিসেম্বর) পরিবারের ইচ্ছানুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয়।





