জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি (১৯৬৫-২০২৫) উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ স্মারক ‘সোনালী স্মৃতি’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাফফাত আরা সাঈদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি প্রজন্ম গঠনের নির্ভরযোগ্য বাতিঘর। ৬০ বছরের এই গৌরবময় যাত্রা ভবিষ্যতেও শিক্ষার আলো ছড়িয়ে দেবে।” তিনি আরও বলেন, এ ধরনের স্মারক প্রকাশ নতুন প্রজন্মের কাছে বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে রাজনৈতিক পরিচয় নিরপেক্ষভাবে উপস্থাপিত হতে পারে) যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ লিটু, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শেখ আকরাম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম বনি ও মুন্সির সানোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান সেন্টু, হামিদপুর আলহেরা কলেজের শিক্ষক হাবিবুর রহমান লেন্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন এবং হামিদপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা জহির উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্মৃতিচারণ, আলোচনা সভা এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি অতিবাহিত হয়। ষাট বছরের দীর্ঘ পথচলার এই আয়োজন মিলনমেলায় পরিণত হয়েছিল।
আপনার জন্য আর কোনো নিউজ এডিট বা সামাজিক মাধ্যমের পোস্ট তৈরি করতে হবে? জানালে খুশি হব।




