এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ডলি জহুর দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে নিজেকে দূরে রেখেছিলেন। ২০১০ সালে তিনি চলচ্চিত্র অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিশেষ করে মা চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায় এবং এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তবে বাণিজ্যিক ছবিতে বারবার একই ধরনের চরিত্র ও একঘেয়ে গল্পে অভিনয় করতে করতে তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। সেই হতাশা থেকেই চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত নেন এই গুণী অভিনেত্রী পরবর্তীতে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-তে একটি চরিত্রে তাকে দেখা গেলেও, এরপর আর বড় পর্দায় নিয়মিতভাবে ফেরেননি তিনি। দীর্ঘ সময় ধরে ক্যামেরার আড়ালেই ছিলেন ডলি জহুর। প্রায় ১৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ অভিনয় করছেন এই অভিনেত্রী। বহু বছর পর পরিচালনায় ফেরা রেদওয়ান রনি ইতোমধ্যে সিনেমাটির কাজ শুরু করেছেন।

কাজাখস্তানে শুটিং শেষ করে বর্তমানে পাবনায় ছবিটির দৃশ্যধারণ চলছে। গত ১০ জানুয়ারি থেকে এই শুটিং ইউনিটে যুক্ত হয়েছেন ডলি জহুর। বড় পর্দায় ফিরে আসার অনুভূতি প্রসঙ্গে এক গণমাধ্যমে ডলি জহুর বলেন, তিনি অভিমান থেকেই সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে একই ধাঁচের বাণিজ্যিক ছবিতে কাজ করতে করতে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি। তবে নির্মাতা রেদওয়ান রনির অনুরোধ উপেক্ষা করতে পারেননি। তার মতে, রনি কাজের প্রতি যত্নশীল এবং মানসম্মত চলচ্চিত্র নির্মাণে বিশ্বাসী। শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে ডলি জহুর জানান, চলনবিল অঞ্চলের ওপর দিয়ে আগেও বহুবার যাতায়াত করেছেন, তবে এবার সেখানে শুটিং করার সুযোগ পেয়ে ভিন্নরকম অনুভূতি হচ্ছে। শীতের কারণে কিছুটা অসুস্থ হলেও শুটিংয়ের পরিবেশ এবং কাজের অভিজ্ঞতা তাকে আনন্দ দিচ্ছে বলে জানান তিনি।
তবে নিয়মিতভাবে আবার বড় পর্দায় দেখা যাবে কি না এ বিষয়ে বাস্তবতা তুলে ধরে ডলি জহুর বলেন, এখন আর তাকে কেন্দ্র করে গল্প লেখা হয় না। একই ধরনের চরিত্রে কাজ করার আগ্রহও নেই তার। বয়স ও সময়ের বাস্তবতা মেনে নিয়েই বেছে বেছে কাজ করতে চান বলে জানান এই অভিনেত্রী।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। নারী প্রধান চরিত্রে দেখা যাবে পূজা চেরীকে।





