বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। ক্রিকেটারদের উদ্দেশে দেওয়া তার সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে এই দাবি উঠে আসে। সংশ্লিষ্টদের মতে, ওই মন্তব্য ক্রিকেটার সমাজে অসন্তোষ সৃষ্টি করেছে, যা দ্রুতই আন্দোলনের রূপ নেয়।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, ঢাকা পর্ব শুরু হওয়ার আগে এম নাজমুল ইসলাম দায়িত্ব থেকে সরে না দাঁড়ালে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই ক্রিকেট অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা বিরাজ করছে।
এদিকে এখন পর্যন্ত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। তার এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ঢাকা পর্বের প্রথম দিনে নির্ধারিত ম্যাচে মাঠে নামেননি নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস দলের ক্রিকেটাররা।
নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে খেলোয়াড়দের স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা থাকলেও সংশ্লিষ্ট দুই দলের ক্রিকেটাররা নির্ধারিত সময়ে মাঠে যাননি। তারা হোটেলেই অবস্থান করায় নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অন্যদিকে বিপিএলে অংশ নেওয়া ছয় দলের খেলোয়াড়রা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে একত্রিত হচ্ছেন বলে জানা গেছে। সেখানে তারা সম্মিলিতভাবে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সার্বিক পরিস্থিতি নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে।





