এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও “গণতন্ত্রের মা” হিসেবে খ্যাত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে ৫নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, যুবদল সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাবেক যুব নেতা নূরবক্স মন্ডল,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল,কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





