বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় সরকারি জলমহাল সংস্কার ও খনন প্রকল্প বাস্তবায়নে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম অসীম, নেত্রকোণা প্রতিনিধি :
ময়মনসিংহ বিভাগের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুরসহ খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি জলমহাল সংস্কার ও খনন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন নিয়ে নেত্রকোণায় স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, অতিরিক্ত সচিব (পিআরএল) ও ভূমি সংস্কার বোর্ডের সাবেক সদস্য রেজাউল কবীরসহ ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী বলেন, “প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ উঠে যে, তারা এসি কক্ষে বসে প্রকল্প প্রণয়ন করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সরেজমিনে এসে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করছি, যাতে বাস্তবভিত্তিক ও কার্যকর প্রকল্প গ্রহণ করা যায়।
তিনি আরও বলেন, “আমি আশা করি, এই জলমহাল সংস্কার ও খনন প্রকল্পটি নেত্রকোণায় যথাযথভাবে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ প্রত্যক্ষ সুফল ভোগ করবে।”সভায় অংশগ্রহণকারীরা জলমহাল সংস্কার ও খননের মাধ্যমে পরিবেশ উন্নয়ন, পানি সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।
শেয়ার করুন