বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি জটিল হলেও, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
স্থানীয় সময় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত ‘আসন্ন নির্বাচন-২০২৬ ও নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এই আলোচনা সভার আয়োজন করেছে ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল।
সভায় সভাপতিত্ব করেন ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ, অনুষ্ঠান পরিচালনা করেন হাসান চৌধুরী, এবং প্রধান বক্তা ছিলেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. গোলাম এম মাতবর।
ড্যান মজিনা বলেন, বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘ সময় ধরে ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বাধার সম্মুখীন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে ভোটারদের হাতে ইতিহাস তৈরি করার সুযোগ এসেছে, যাতে তারা নিজেরা নির্বাচিত নেতা বেছে নিতে পারেন। ভোট প্রদানের সময় কোনো ভয় বা প্রলোভনে দমন না হওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি আরও স্মৃতিচারণা করে বলেন, রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সময় গণতন্ত্রের পক্ষে কথা বলায় তাকে তখনকার সরকারের বিরাগের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি কখনো পিছপা হননি। জুলাই মাসের গণ-অভ্যুত্থান দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পরিবেশ তৈরি করেছে, এবং তিনি বাংলাদেশের এই যাত্রায় সমর্থন প্রদান অব্যাহত রাখবেন।
ড্যান মজিনা সংক্ষেপে বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি চ্যালেঞ্জপূর্ণ সময় অতিক্রম করছে; কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে। এটি জনগণের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।”





