বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ জেলায় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অনন্য সাফল্য

আখতার হোসাইন খান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলার শিক্ষাক্ষেত্রে গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে।
প্রাপ্ত ফলাফলে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে এবং অর্জন করেছে সর্বোচ্চ ৯২ নম্বর। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে ৯৪ নম্বর অর্জন করেন।
এছাড়াও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আকতার হোসেন আবির জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে ৮৪ নম্বর অর্জন করেন। অপরদিকে, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুবাহ নুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেয়ে অর্জন করে ৭২ নম্বর। এই অসাধারণ সাফল্যে কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের পরিশ্রমের সম্মিলিত ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
এ উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস, সংশ্লিষ্ট সকল দপ্তর, সম্মানিত ট্রাস্টিবোর্ড, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ বলেন, “এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।” পরিশেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এই সফলতা ধরে রাখার তাওফিক কামনা করা হয়।
শেয়ার করুন