বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শৈত্যপ্রবাহ আপাতত সীমিত, আবার বাড়তে পারে শুক্রবার থেকে

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আজ শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা দশ দিনের বেশি সময় ধরে চলা এই শীতের প্রকোপ আজ তুলনামূলকভাবে কম এলাকায় সীমাবদ্ধ থাকলেও শীতের তীব্রতা এখনো অনুভূত হচ্ছে। এদিকে রাজধানী ঢাকায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই স্বস্তি সাময়িক—আগামীকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ আবার বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন মঙ্গলবার একই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা সাত দিন ধরেই তেঁতুলিয়া দেশের সবচেয়ে শীতল এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। সোমবার সেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার তা নেমেছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। আর যদি তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাহলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

চলতি জানুয়ারি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র রূপ নিতে পারে। জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় শীতের দাপট দেখা যাচ্ছে। যদিও গত চার দিন ধরে শৈত্যপ্রবাহের মাত্রা কিছুটা কম ছিল, তবে এই পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি জানান, আগামীকাল থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঢাকায় আবার শীত অনুভূত হচ্ছে। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন