জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চৌগাছা থানার পুড়াপাড়া খালপাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি টিম। এসময় মো. মিন্টু সরকার (৪১) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে মামলা করেন।
এরপর দুপুর ১টার দিকে স্বরূপদাহ ইউনিয়নের টেংগুরপুর কারিকরপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে শামছুন নাহার বেগম (৬৮) নামে এক বৃদ্ধার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়ও উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আরেকটি মামলা করেন।
অন্যদিকে, দুপুর ২টার দিকে চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস কদমতলা এলাকায় অভিযান চালিয়ে মো. পুল্লাদ আলী ফকির (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় মাদকের বিস্তার রোধে তাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।





