জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়ায় তরিকুল (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বাড়ির পাশের এক প্রতিবেশী যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের পালবাড়ি মোড় সংলগ্ন তাকওয়া মসজিদ গলিতে। এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটনায় আহত তরিকুল বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত তরিকুল সেনাবাহিনী থেকে সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেছেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের মৃত আইতাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পালবাড়ি মোড় এলাকার তাকওয়া মসজিদ গলিতে সপরিবারে বসবাস করেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুলের মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ইয়ামিনের (৩০) সাথে বিরোধের সৃষ্টি হয়। দাওয়াত না পেয়ে ইয়ামিন আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আজ মঙ্গলবার বিকেলে ইয়ামিন তরিকুলের বাড়িতে গিয়ে ওই দাওয়াত নিয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তরিকুলকে বাড়ির ভেতর একা পেয়ে ইয়ামিন তার হাতে থাকা কুড়াল দিয়ে তরিকুলের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ইয়ামিন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও মুখে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। আহত তরিকুলের ছেলে জানান, সামান্য বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এভাবে প্রাণঘাতী হামলা চালানো হবে তা তারা কল্পনাও করতে পারেননি। এ ঘটনায় হামলাকারী ইয়ামিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনরা।
যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, বিষয়টি তারা অবগত রয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ইয়ামিনকে আটকের লক্ষ্যে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।





