এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলা চত্বরে রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনিয়মের চিত্র কর্তৃপক্ষের নজরে এলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে স্থানীয়দের অভিযোগ, নতুন করে কাজ শুরু হলেও অনিয়মের তেলেসমাতি পুরোপুরি বন্ধ হয়নি। শাক দিয়ে মাছ ঢাকার মতো করে দায়সারা বিটুমিন স্প্রে করে আগের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ উঠেছে, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের যোগসাজশে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার তানজিমুল ইসলাম প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও কারিগরি নির্দেশনা উপেক্ষা করে উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন দায়সারা কাজ বাস্তবায়ন করেছেন। এতে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “আমরা যতটা সম্ভব ভালো করার চেষ্টা করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই।” তবে নিম্নমানের কাজ কেন গ্রহণ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান লস করে কাজ করছে,” বলে বিষয়টি এড়িয়ে যান। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তানজিমুল ইসলাম স্বীকার করে বলেন, “কাজ করতে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী আবু সায়েদ বলেন, “কোনো অনিয়মই মেনে নেওয়া হবে না। নিয়ম অনুযায়ী কাজ বুঝিয়ে নেওয়া হবে। কাজ চলমান রয়েছে, সম্পন্ন হওয়ার পর পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”





