জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কার্যকর কৌশল নির্ধারণের লক্ষ্যে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ এই সভার আয়োজন করে। সিনিয়র শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের সদস্য ও কে এমএসএস প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা।
সভায় মানব পাচারের বর্তমান ধরন, পাচারকারীদের কৌশল এবং পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে কেবল আইন প্রয়োগ করলেই হবে না, বরং স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং নারী নেত্রীদের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের বাজেটে মানব পাচার প্রতিরোধ খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‘আশ্বাস’ প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা পরিচালনা করেন উজ্জ্বল কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পাচার রোধে তৃণমূল পর্যায়ে নিয়মিত তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।





