জাতীয় পার্টিসহ ১৪ দল এবং এনডিএফের প্রার্থীরা মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের দিকে একটি কর্মসূচি আয়োজন করেছেন। তারা ‘মার্চ টু ইলেকশন কমিশন’ নামের শোভাযাত্রার অংশ হিসেবে কমিশন ভবনের কাছে পৌঁছানোর চেষ্টা করেন।
দুপুর ১টার দিকে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা ইসি ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের প্রবেশে বাধা দেয়।
কর্মসূচি চলাকালীন নির্বাচন কমিশন এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। কমিশনের মূল ভবনের সামনে একটি ব্যারিকেড স্থাপন করা হয়েছে, আরেকটি ব্যারিকেড রাখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সামনে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে পুলিশের জাল কামান প্রস্তুত রাখা হয়েছে।





