জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তা প্রদান করা হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উর্ধ্বতন সূত্র সোমবার (১৩ জানুয়ারি)।
গত রোববার (১২ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শকের কাছে ডা. শফিকুর রহমানের জন্য নিরাপত্তা প্রদান বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি পত্র প্রেরণ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ডা. শফিকুর রহমানের জীবন ও নিরাপত্তা উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে। এই কারণেই তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য একজন গানম্যান নিয়োগের পাশাপাশি বাসভবনের আশেপাশে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) তার নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে মন্ত্রণালয়ে একটি সুপারিশ পত্র প্রেরণ করেছিল। ওই সুপারিশের ভিত্তিতেই ডা. শফিকুর রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





