বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম

জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :

যশোরের মনিরামপুর উপজেলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সেলিম হোসেন (৩৫) নামে এক চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার (১২ জানুয়ারি) রাতে মনিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত সেলিম মোহনপুর এলাকার আবুল কালামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এই হামলার শিকার হন। তিনি জানান সোমবার রাত ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে চড়াও হয়। এসময় এলাকার চিহ্নিত ফয়সাল (২৫), ম্যাক্স তামিম (২৪) ও মিকাইল হোসেনসহ (৫৫) অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল দিয়ে সেলিমের মাথায় কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
চিকিৎসা ও বর্তমান অবস্থা চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে যশোরের মনিরামপুর থানার সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, বিষয়টি তাদের অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন