বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অভয়নগরের প্রয়াত সাংবাদিকের বাড়ি থেকে বিপুল গুলি উদ্ধার

নুরুল্লাহ, (অভয়নগর), যশোর প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার হয়েছে। বাড়ি পরিষ্কার ও মালামাল গুছানোর সময় ফার্নিচারের ভেতর থেকে এসব গুলি পাওয়া যায়।

সোমবার (১২ জানুয়ারি) উপজেলার গুয়াখোলা এলাকায় ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন ওই বাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, উদ্ধারকৃত গুলিগুলো নওয়াপাড়ার মরহুম সাংবাদিক আসলাম হোসেনের নামে বৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাবেক সম্পাদক ছিলেন।

 

অভয়নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আসলাম হোসেন ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর একই বছর পরিবারের পক্ষ থেকে একটি শটগান ও একটি পিস্তল থানায় জমা দেওয়া হয়। তবে ব্যবহৃত ও অব্যবহৃত কিছু গুলি ঘরের ভেতরে রয়ে যায়।

 

পরবর্তীতে বাড়ির মালামাল গোছানোর একপর্যায়ে এসব গুলি নজরে এলে তার কন্যা রিশতিয়া ফারজানা লিম্পা তাৎক্ষণিকভাবে অভয়নগর থানাকে অবহিত করেন এবং গুলিগুলো হস্তান্তর করেন।

 

পুলিশের প্রস্তুত করা তালিকা অনুযায়ী, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে শটগান ও পিস্তলের অব্যবহৃত গুলি, ব্যবহৃত গুলির খোসা, বুলেটের অংশ ও একটি অকেজো গুলি। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন