মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১১ জানুয়ারি) জানিয়েছেন, ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আলোচনার জন্য যোগাযোগ করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘ইরানের নেতারা ফোন করেছেন এবং একটি বৈঠকের আয়োজন চলছে। তারা আলোচনা করতে চাচ্ছে।’
তবে ট্রাম্প সতর্ক করেছেন যে, ‘বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে’। তিনি আরও বলেন, ‘তারা আলোচনা করতে ইচ্ছুক। কিন্তু বর্তমানে এমন কিছু ব্যক্তি হত্যা করা হচ্ছে যাদের হত্যা হওয়া উচিত নয়। আপনি যদি তাদের নেতা বলেন, তবে তারা সহিংস; আর আমি নিশ্চিত নই তারা প্রকৃত নেতা নাকি শুধুমাত্র ভয়ভীতি ছড়ানোর মাধ্যমে ক্ষমতা ধরে রাখছে।’
ইরানে চলমান এই বিক্ষোভ ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত। দেশটির ব্যাপক অংশে ছড়িয়ে পড়া বিক্ষোভ মূলত মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শুরু হলেও দ্রুত রাজনৈতিক রূপ ধারন করেছে। ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা বর্তমান শাসন ব্যবস্থা প্রত্যাহারের দাবি তুলেছেন এবং দেশের বিভিন্ন শহরে ধীরেধীরে এটি অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইরানের প্রতি হস্তক্ষেপের সতর্কবার্তা দিয়েছেন। তিনি ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ট্রাম্প উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের সহায়তা প্রদানে প্রস্তুত।





