২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জীবন অপেরা’ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগ্রহ বাড়ছে। জানা গেছে, এই সিনেমায় অভিনয়ের বিষয়ে জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই তারকার অভিনয় ও পারস্পরিক রসায়ন দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছিল, যা নতুন এই প্রকল্পকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
তবে এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ প্রসঙ্গে শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, নির্মাতা পক্ষের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি, প্রস্তুতি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি রহস্যময় ছবি শেয়ার করে আলোচনায় আসেন বিদ্যা সিনহা মিম। তার ফেসবুক পেজে প্রকাশিত ছবিটিতে একজন পুরুষকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, “পরবর্তী কাজ আসছে, বলুন তো তিনি কে?” এই একটি লাইনের মাধ্যমেই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি।
এই পোস্ট প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেছেন, ছবির মানুষটি সম্ভবত শরিফুল রাজ। আবার কেউ কেউ অভিনেতা আরিফিন শুভর নামও আলোচনায় এনেছেন। তবে অধিকাংশ ভক্তের ধারণা, ছবির পোশাক, শারীরিক গঠন ও ভঙ্গিমা বিবেচনায় এটি শরিফুল রাজই হওয়ার সম্ভাবনা বেশি। অনেকে মনে করছেন, এই ছবির মাধ্যমেই ‘জীবন অপেরা’ সিনেমার ইঙ্গিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘জীবন অপেরা’ পরিচালক আলভী আহমেদের লেখা একটি উপন্যাস, যা আগেই প্রকাশিত হয়েছে। উপন্যাসের গল্প আবর্তিত হয়েছে কেন্দ্রীয় চরিত্র রফিককে ঘিরে, যার জীবনে দুই ভিন্ন বাস্তবতার টানাপোড়েন রয়েছে। তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্ক, স্মৃতি ও সিদ্ধান্তের দ্বন্দ্ব সব মিলিয়ে বাস্তব ও কল্পনার মিশ্রণে গড়ে উঠেছে গল্পের কাঠামো। প্রেম, অনুভূতি ও মানবিক মূল্যবোধের নানা দিক এতে গুরুত্ব পেয়েছে।
সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মূলধারার দর্শকদের কথা বিবেচনা করেই পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রূপ দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ‘জীবন অপেরা’ একটি মানসম্মত ও দর্শকপ্রিয় চলচ্চিত্র হিসেবে মুক্তি পাবে এমনটাই আশা সংশ্লিষ্টদের।





