টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী দীর্ঘদিন ধরেই অভিনয় দক্ষতা ও গ্ল্যামারের সমন্বয়ে ভক্তদের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন। পর্দার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন তিনি। এবার সেই সামাজিক মাধ্যমেই এক আবেগী বার্তায় ভক্তদের উদ্দেশে ভালোবাসার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিমি চক্রবর্তী। কিছুটা খোলামেলা পোশাকে তোলা এসব ছবির মধ্য দিয়েই তিনি ভক্তদের সামনে তুলে ধরেন একটি সুখবর। দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে মিমি স্পষ্ট করে জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এটিই চলতি বছরে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’
প্রকাশিত ছবিগুলোতে মিমি চক্রবর্তীকে দেখা যায় বোল্ড লুকে। খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল এবং কালো ওড়নায় মোড়ানো তার উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ছবি প্রকাশের পরপরই সেগুলো মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
অরিত্র মুখার্জির পরিচালনায় নির্মিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চ্যাটার্জি, পুতুল দাসসহ একাধিক শিল্পী। সব মিলিয়ে নতুন এই ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে।





