বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-৪ আসনের বিএনপি প্রার্থীকে নোটিশ

নওগাঁ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার(৭ জানুয়ারি) তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছে নির্বাচন কমিশনের গঠিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নওগাঁ জেলার মান্দা উপজেলার সংসদীয় আসন নওগাঁ-৪ (নির্বাচনি এলাকা-৪৯) এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা তলব করা হয়েছে।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. শিমুল সরকার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত সোমবার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি বিশেষ দোয়া মাহফিল ও শোক সভায় ব্যানারযুক্ত অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী টিপু প্রকাশ্যে নির্বাচনী বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রসঙ্গ উল্লেখ করেন।
কমিটির পর্যবেক্ষণে আরও উঠে আসে, একই দিন ও বিভিন্ন সময়ে ডা. ইকরামুল বারী টিপুর ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একাধিক নির্বাচনী গণসংযোগ, প্রচারণা ভিডিও এবং পোস্টার প্রকাশ করা হয়েছে।
 বিশেষ করে “গত সোমবার বিকেলে গণসংযোগ” শিরোনামের একটি ভিডিও লিংক নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।
নোটিশে উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮-এর পরিপন্থী বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এজন্য কেন তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না অথবা বিচারকার্য গ্রহণ করা হবে না—তা ব্যাখ্যা করার জন্য আগামী ১৪ জানুয়ারি ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত সিভিল জজ আদালত, আত্রাই-এ স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়সহ জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।
শেয়ার করুন