ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দীর্ঘদিন ধরেই দর্শকের আগ্রহের কেন্দ্রে। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি দারুণ সক্রিয়, যেখানে নিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার প্রতিটি নতুন পোস্টই মুহূর্তে আলোচনার জন্ম দেয়। এবারও ব্যতিক্রম হয়নি। নতুন কিছু ছবির মাধ্যমে তিনি আবারও নেটদুনিয়ায় নজর কাড়লেন। সম্প্রতি পরীমণি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এমেরাল্ড গ্রিন রঙের ঝলমলে সিকুইন বল গাউন পরিহিত কয়েকটি ছবি প্রকাশ করেছেন। রাজকীয় নকশা ও আধুনিক স্টাইলের সমন্বয়ে তৈরি এই পোশাকে তাকে রূপকথার কোনো চরিত্রের মতোই মনে হয়েছে।

অফ-শোল্ডার ডিজাইন ও হার্ট-শেপ কাটের গাউনটি তার গড়নকে সুন্দরভাবে উপস্থাপন করেছে, বিশেষ করে ঘাড় ও কলারবোনের অংশে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।
এই লুকের সঙ্গে পরীমণি বেছে নিয়েছেন একটি মানানসই ক্রিস্টাল নেকলেস, যা তার সাজকে আরও পরিপূর্ণ করে তুলেছে। গ্ল্যামারের মাঝেও নজর কেড়েছে তার হাতে থাকা হালকা মেহেদির নকশা। আধুনিক পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী এই অনুষঙ্গ তার সাজে এনেছে ভিন্নমাত্রা ও নান্দনিকতা।

মেকআপেও ছিল পরিমিত ও রুচিশীল ভাব। সফট গ্লো, চোখে নিখুঁত আই-মেকআপ এবং স্বাভাবিক লিপশেডে পরীমণিকে দেখা গেছে এক অনন্য এলিগ্যান্ট রূপে। ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই চিত্রনায়িকা। মন্তব্যের ঘরে অনুরাগী ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তার এই নতুন লুকের ভূয়সী প্রশংসা করেছেন।





