বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

অপু দাস (স্টাফ রিপোর্টার):
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর রাজশাহী মহানগরীর ব্যস্ত এলাকা বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর অর রশিদ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিজানুর রহমান মিনু মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন এবং উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন।
তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়ন ও রাজনৈতিক অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। রাজশাহীর মানুষ ও এখানকার নেতাকর্মীদের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল। রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সবসময় খোঁজখবর রাখতেন এবং এখানকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় আল্লাহর সাহায্য কামনা করা হয়।
শেয়ার করুন