বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সংগীতের গণ্ডি পেরিয়ে অভিনয়ে হৃদয় খান

বাংলা সংগীতাঙ্গনে হৃদয় খান মূলত একজন সফল ও জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবেই পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে এবার তিনি নিজেকে ভিন্ন এক পরিচয়ে উপস্থাপন করলেন। সংগীতের গণ্ডি পেরিয়ে অভিনয়ের জগতে পা রাখলেন এই গায়ক। সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান। এই শর্ট ফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন প্রবাসী অভিনেত্রী মোনালিসা। প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে।

‘ট্র্যাপড’ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে উত্তেজনাপূর্ণ ঘটনা, প্রেম এবং রহস্যময় নাটকীয়তার মিশ্রণ। ছবির কিছু দৃশ্য হৃদয় খান নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেন। সেখানে তিনি একটি অর্থবহ বাক্যে লেখেন “ভুল মানুষের হাত থেকে পাওয়া স্বাধীনতা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে।” গল্পে দেখা যায়, নিউইয়র্কে বসবাসরত হৃদয় নামের এক তরুণ কীভাবে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে জড়িয়ে পড়ে। সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই ফাঁদ থেকে আর বেরিয়ে আসতে পারে না সে। বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে চরিত্রটির মানসিক টানাপোড়েন ও সংকট ফুটিয়ে তোলা হয়েছে। হৃদয় খান জানান, তার এই নতুন কাজটি ইউটিউবে মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি শর্ট ফিল্মটির পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি নিজেই। অনলাইনে কাজটি প্রকাশ করে তিনি উল্লেখ করেন, গল্পটির অনুপ্রেরণা এসেছে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে।

নতুন এই উদ্যোগ প্রসঙ্গে হৃদয় খান বলেন, দীর্ঘ সময় ও যত্ন নিয়ে কাজটি নির্মাণ করা হয়েছে। দর্শকরা তার এই চলচ্চিত্রটি পছন্দ করবেন বলে তিনি আশাবাদী।

এদিকে, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মোনালিসা। হৃদয় খানের বিপরীতে পর্দায় দেখা গেছে তাকে। এ ছাড়া নিউইয়র্কের বেশ কয়েকজন স্থানীয় শিল্পীও এতে অভিনয় করেছেন। এই কাজের মাধ্যমেই অভিনয় জগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান।

শেয়ার করুন