আখতার হোসাইন খান, লক্ষ্মীপুর প্রতিনিধ :
শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলে বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া এবং প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সময়মতো পাঠ্যপুস্তক বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়নে বইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





