বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইবিতে দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের পূর্বে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের এক আপসহীন ও সাহসী নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো কম্প্রোমাইজ করেননি এবং আমরণ জনগণের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। শত নির্যাতন ও চিকিৎসার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও তিনি এদেশ ছেড়ে যাননি। এভাবেই তিনি জনগণের হৃদয়ের মহানায়ক ও ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন।
আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তাঁর রেখে যাওয়া ঐক্যের আদর্শই আমাদের আগামীর পথ দেখাবে। উপাচার্য সকলকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
শেয়ার করুন