২০২৫ সালে গোপনীয়ভাবে বাগদান সম্পন্ন করেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। এরপর ২০২৬ সালে তাদের বিয়ের খবর নিয়ে সারা দেশে জল্পনা শুরু হয়। যদিও আগে কেউ স্পষ্টভাবে কিছু বলেননি, তবে বছরের শেষের দিকে অবশেষে দুই তারকা আংটিবদলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বাগদান ঘোষণার সঙ্গে একটি আনন্দদায়ক খবরও আসে, যে তাঁদের বিয়ের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত হবে। সূত্রের খবর, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে তাদের বিবাহ অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নবদম্পতি হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবদের সঙ্গে জমকালো উদযাপন করবেন।

বিজয় এবং রশ্মিকার প্রেমের সম্পর্ক বছরের পর বছর ধরে গুঞ্জনের বিষয় ছিল। তারা কখনও প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, কিন্তু একসঙ্গে ছুটি কাটানো বা ভ্রমণের সময় নৈসর্গিক দৃশ্যগুলো অনুরাগীদের নজরে এসেছে। বাগদান ঘোষণার পর রশ্মিকার হাতে থাকা বিশেষ আংটিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিয়ের তারিখ জানানো হতেই দু’জনের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। ফেব্রুয়ারি মাসে তাদের প্রেম পরিণতি লাভ করবে, এবং এই মুহূর্তটি সমগ্র ভক্তদের জন্যও আনন্দের খবরে পরিণত হচ্ছে।
কিন্তু এই প্রেম ও বাগদান নিয়ে গোপনীয়তার রেখা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রশ্মিকার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য না আসা, অনেকে কৌতূহল তৈরি করেছে।
এর আগে ২০১৭ সালের জুলাই মাসে রশ্মিকা প্রথম বাগদান করেছিলেন অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে। তবে এক বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। রশ্মিকা ও রক্ষিত কখনও এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, হয়তো সেই কারণে প্রেম, বাগদান ও বিয়ের বিষয়গুলো রশ্মিকার জন্য এতটা প্রকাশ্য হয়নি।





