সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা রাশিদ পলাশের একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তিনি পরীমণির সঙ্গে তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেন। ছবির ক্যাপশনে নির্মাতা লেখেন, ‘ইনশাআল্লাহ ২০২৬ সালে প্রীতিলতার গল্পও সম্পূর্ণ হবে।’ এই মন্তব্যের মাধ্যমে দীর্ঘদিন ঝুলে থাকা একটি সিনেমা ফের আলোচনার কেন্দ্রে আসে। নির্মাতার ওই পোস্টে মন্তব্য করে পরীমণি লেখেন, ‘আমিও প্রস্তুত।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায় সব ধরনের প্রতিবন্ধকতা পেছনে ফেলে নতুন বছরে আবারও প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনেমাটির শুটিং কার্যক্রম শুরু হয়েছিল ২০২০ সালের শেষের দিকে। সে সময় ছবির মোট কাজের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়। এর মধ্যে ঢাকায় ধারণ করা দৃশ্যই ছিল সংখ্যাগরিষ্ঠ। তবে পরবর্তীতে বিভিন্ন জটিলতা, সময়সূচির অসামঞ্জস্য এবং পরীমণির মাতৃত্বকালীন বিরতির কারণে ছবিটির কাজ দীর্ঘদিন বন্ধ থাকে।
এখন সব প্রস্তুতি সম্পন্ন করে আবারও সিনেমাটির কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রযোজনা সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রমজান ও ঈদুল ফিতরের ছুটির পর চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন ও সংগ্রাম নিয়ে দুটি আলাদা চলচ্চিত্রের কাজ শুরু হয়েছিল। এর মধ্যে নির্মাতা প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন তিশা। তবে রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি নানা কারণে মাঝপথেই থমকে যায়।
এর আগে ২০২১ সালে প্রীতিলতা চরিত্রে পরীমণির প্রথম লুক প্রকাশ করা হলে দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও সেই আলোচিত চরিত্রে পরীমণির ফিরে আসার খবরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।





