বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপিএলে সিলেট-চট্টগ্রামের অধিনায়ক ঘোষণা

আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আসর শুরু হওয়ার ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালসও তাদের অধিনায়ক ঘোষণা করেছে। এবার চট্টগ্রামের দলটির নেতৃত্বে থাকবেন শেখ মেহেদী।

মিরাজ ইতিপূর্বে বিপিএলে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে সিলেট টাইটান্সের ট্রান্সফার ও দল পরিচালনা বিষয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সম্পূর্ণ আস্থা ব্যক্ত করা হয়েছে। তারা মনে করছে, মিরাজের নেতৃত্বে এবারের মৌসুমে দলের পারফরম্যান্স সফল হবে।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের নিয়ম অনুসারে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সদস্যদের পারিশ্রমিকের ২৫ শতাংশ ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। এছাড়াও দলের সদস্যদের সুবিধার্থে ১৫ দিনের দৈনিক ভাতাও অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে।

নেতৃত্ব পাওয়ার পর মিরাজ বলেন, ‘প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার। আমারও লক্ষ্য সিলেটকে চ্যাম্পিয়ন করা। সিলেট এখনও কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই যদি এবারের মৌসুমে আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারি, আর সেটা আমার নেতৃত্বে হয়, তবে তা আমার কাছে খুবই আনন্দের বিষয়।’

অন্যদিকে, শেখ মেহেদী এবার প্রথমবার বিপিএলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও নেতৃত্বে অভিজ্ঞতা নেই, তবুও তিনি পূর্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধের পর বিসিবি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব গ্রহণ করেছে। এরপর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল এবং টিম ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন।

শেয়ার করুন