বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে ভাইরাল মান্নার সঙ্গে ছবি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি পুরোনো ছবি। ছবিটিতে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে তাকে করমর্দন করতে দেখা যায়। প্রকাশের পরপরই ছবিটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

জানা গেছে, বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছিল। যদিও ছবিটির নির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবুও এটি রাজনৈতিক অঙ্গন ও বিনোদনপ্রেমী মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এদিকে দেশে ফেরার পথে তারেক রহমান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পাশাপাশি দলের নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনা গ্রহণ করার কথা রয়েছে।

এরপর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট এলাকার আশপাশে দলে দলে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। এমন এক তাৎপর্যপূর্ণ দিনে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে করমর্দনের ছবি ভাইরাল হওয়ায় সমর্থকদের আবেগ আরও তীব্র হয়ে উঠেছে।

রাজনীতি ও বিনোদন—দুই অঙ্গনের মানুষই ছবিটি নিয়ে নিজেদের মতো করে মতামত দিচ্ছেন। কারও কাছে এটি অতীতের এক স্মরণীয় ইতিহাসের অংশ, আবার কারও দৃষ্টিতে দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত একটি বিশেষ মুহূর্তের প্রতিচ্ছবি।

সব মিলিয়ে, তারেক রহমানের দেশে ফেরার দিনে ভাইরাল হওয়া এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে ভিন্নমাত্রার আবেগ ও আলোচনা, যা রাজনীতি ও বিনোদনের স্মৃতিকে এক সুতোয় গেঁথে দিয়েছে।

শেয়ার করুন