দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শুধু রাজনীতি নয়, সব অঙ্গনেই এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়েছে।
এই আবেগের প্রকাশ হিসেবে নতুন গান ‘নেতা আসছে’ তৈরি হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। গানের কথায় ফুটে উঠেছে নেতার প্রত্যাবর্তনের অপেক্ষা, আশা এবং উচ্ছ্বাস—যেখানে নেতার ফিরে আসাকে ঘিরে মা, মাটি ও মানুষের কথা তুলে ধরা হয়েছে।
গানের কথা লিখেছেন মিজানুর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন পলক হাসান সুমন ও এ এন ফরহাদ। পুরো প্রকল্পের পরিকল্পনা, তত্ত্বাবধান এবং গ্রন্থনা করেছেন চিত্রনায়ক হেলাল খান।
‘নেতা আসছে’ গানটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই গানটি শেয়ার করছেন, মন্তব্য করছেন এবং তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন।
সব মিলিয়ে, দেশের রাজনৈতিক পরিসরের সঙ্গে সাংস্কৃতিক পরিসরেও গানটি নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে এবং নেতার প্রত্যাবর্তনের আনন্দকে আরও সমৃদ্ধ করেছে।





