বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীর শিবপুরে বিএনপির মনোনয়ন পেলেন মনজুর এলাহী

ছবি: প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি:


অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন নরসিংদী সদর উপজেলা পরিষদের টানা দুই বারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

মনোনয়নের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে দানবীর শিল্পপতি আলহাজ্ব মনজুর এলাহীর হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হাইকমান্ডের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন। শিবপুরের বিভিন্ন সড়ক ও এলাকায় “মনজু ভাইয়ের ধানের শীষ”, “ধান লাগা” এবং “যোগ্য ব্যক্তি মনজু ভাই ধানের শীষে ভোট চাই” সহ নানা স্লোগান মুখর হয়ে ওঠে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে মনজুর এলাহীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই সময় তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের জহিরুল হক ভুইয়া মোহন এবং আওয়ামী বিদ্রোহী সিরাজুল ইসলাম মোল্লা। নির্বাচন আগে থেকেই কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বীরা মনজুর এলাহীকে মাঠ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছিল। নির্বাচনী প্রচারণার মাত্র তিন দিন আগে আদালতের নির্দেশে মনজুর এলাহী অযোগ্য ঘোষিত হন এবং নির্বাচনী মাঠ ত্যাগ করতে বাধ্য হন। তবে এবার ধানের শীষের দ্বিতীয় দফায় মনোনয়ন পাওয়ায় তার রাজনৈতিক শক্তি পুনঃস্থাপিত হয়েছে।

মনজুর এলাহী নরসিংদী-৩ আসনে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। তিনি সাংগঠনিক দক্ষতায় নিজের অবস্থানকে শক্তিশালী করে রেখেছেন। শিবপুর থানার তৃণমূলে নতুন সদস্য সংগ্রহ, তরুণদের মধ্যে দলীয় আদর্শ প্রচার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন, কেন্দ্র ঘোষিত মিছিল, প্রতিবাদ সমাবেশ, পদযাত্রা এবং গণঅবস্থান কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিক দমন-পীড়নের সময়ও মনজুর এলাহী সাহসিকতার সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে তিনি বারবার গ্রেফতার হয়েছেন। ২০২৪ সালের চব্বিশের জুলাই আন্দোলনে শিবপুরবাসীকে নিয়ে তিনি অগ্রণী ভুমিকা রেখেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি শিবপুরবাসীর ভোটের মাধ্যমে প্রমাণ হবে আলহাজ্ব মনজুর এলাহীর প্রতি জনসাধারণের সমর্থন কতটা শক্তিশালী।

শেয়ার করুন