বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজকীয় লুকে ভাইরাল পলাশ, ইভানা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এবং পারসা ইভানা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া রাজকীয় সাজের ছবিতে ভক্তদের কৌতূহল জাগিয়েছেন। ঐতিহ্যবাহী পোশাকে সম্রাট-সম্রাজ্ঞী লুকে তাদের এই আভিজাত্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এর আগে পারসা ইভানা তার সামাজিক মিডিয়া পেজে এই রাজকীয় সাজের ছবি শেয়ার করলে জল্পনা তৈরি হয়েছিল। ভক্তরা মনে করেছিলেন, এটি হয়তো কোনো নাটক বা সিনেমার দৃশ্য। তবে জিয়াউল হক পলাশের সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে বিষয়টি পরিষ্কার হয়েছে। জানা গেছে, এটি কোনো নাটক বা চলচ্চিত্র নয়, একটি জুসের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অংশ।

ছবি ফেসবুক থেকে নেওয়া

পলাশের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ইনডোর সেটে বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে বিজ্ঞাপনটি চিত্রায়িত করা হচ্ছে। সেখানে পলাশ ও ইভানাকে রাজকীয় সাজে ক্যামেরাবন্দি করা হয়েছে। লাইট, ক্যামেরা এবং শুটিং ইউনিটের উপস্থিতি ছবিতে স্পষ্ট দেখা যায়।

সম্প্রতি সেই বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই জনপ্রিয় জুটির নতুন লুক দেখে ভক্তরা আবারও তাদের প্রশংসায় ভাসিয়েছেন।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা ছাপ রেখে গেছেন পলাশ ও ইভানা জুটি। নতুন বিজ্ঞাপনচিত্রে তাদের রাজকীয় লুক বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

শেয়ার করুন