রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে নিবন্ধন সনদ হস্তান্তর করেছে, যা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত।
এর আগে, দলটির নিবন্ধনের ক্ষেত্রে দুটি আপত্তি বিষয়ে ১৫ ডিসেম্বর শুনানি পরিচালনা করে নির্বাচন কমিশন। শুনানির পর ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর চ্যাপ্টার ৬এ অনুযায়ী, নিবন্ধনের সব শর্ত পূরণ হওয়ায় কমিশন সন্তুষ্ট হয়েছে এবং আমজনতার দলকে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, সমস্ত শর্ত পূরণের কারণে আমজনতার দলকে নিবন্ধনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। নিবন্ধন প্রসঙ্গে কোনো আপত্তি আছে কি না, তা নিশ্চিত করতে ৯ ডিসেম্বর গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি জমা পড়ায় নির্বাচন কমিশন শুনানি আয়োজন করে। পর্যালোচনার পর সন্তোষজনক মনে করে দলটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দেওয়া হয়েছে।





