বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৬১০

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১০ জন রোগী।

সোমবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৬১০ রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১০২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৬ জন চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।

গত একদিনে সারা দেশ থেকে ৫৯৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৬১৮ জনে।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৫ হাজার ১২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি রোগী ছিলেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

শেয়ার করুন