মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলে সতর্ক করেছেন। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি তারা এই ধরনের পদক্ষেপ নেয়, আমরা শক্তিশালীভাবে জবাব দেব।”
সাক্ষাৎকারের সময় সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে কি না। ট্রাম্প জবাবে বলেন, “তারা ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এবং এখন ফাঁসির বিষয়ে কথা বলছে। এর পরিণতি তাদের জন্য কি হবে, তা দেখা যাক।”
ভিডিও সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “ইরানের বিক্ষোভকারীদের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। মৃতের প্রকৃত সংখ্যা এখনো স্পষ্ট নয়। বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে—কোথাও সংখ্যা কম, কোথাও অনেক বেশি।”
সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং দেশীয় অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্বে প্রকাশিত বার্তাকে পুনরায় উল্লেখ করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে।
পরবর্তীতে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, তিনি শিগগিরই ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং পাবেন। তিনি বলেন, “ঘটনার মাত্রা গুরুতর বলে মনে হচ্ছে, তবে পুরোপুরি নিশ্চিত নই। আগামী ২০ মিনিটের মধ্যে বিস্তারিত জানব এবং সে অনুযায়ী পদক্ষেপ নেব।”
এর আগে ট্রাম্প উল্লেখ করেছিলেন, ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি সতর্ক করেছিলেন, নিহতের সংখ্যা ইতিমধ্যেই হুমকির সীমা অতিক্রম করেছে।





