বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পকে মাদুরো ষ্টাইলে আটক করা উচিত: ইরানি কর্মকর্তা

ইরানে চলমান বিক্ষোভকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আটক করার আহ্বান জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছে, সেটিকেই উদাহরণ হিসেবে টেনে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্য আজঘাদি বলেন, ‘ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় ট্রাম্পকে আটক করা উচিত, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে করা হয়েছে।’

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘ট্রাম্পের অবস্থান বিবেচনায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে তার সব অঙ্গরাজ্য ও শহরে যেকোনো ধরনের অভিযান, এমনকি ধ্বংসাত্মক অভিযানও বৈধ হতে পারে, ঠিক যেভাবে তারা এখানে এসব কাজ করে থাকে… মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।’

আজঘাদির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, সেই পথেই এগোনো উচিত ইরানের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইরানকে ট্রাম্পের সঙ্গে তাই করতে হবে, যা তারা মাদুরোর সঙ্গে করেছে। ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সময় কিংবা পরে হলেও মূল্য দিতে হবে, এবং ব্যক্তিগতভাবে আমি আশা করি ট্রাম্পকে আটক করা হবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে।

সূত্র:  ইরান ইন্টারন্যাশনাল

শেয়ার করুন