বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রযুক্তিগত কারণে বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছে অর্ধলক্ষাধিক

চলতি বছরের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রে বড় পরিসরে চাকরি হারানোর পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। সিএনবিসির এক প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ম্যাশেবল জানিয়েছে, শুধু এআইয়ের প্রভাবেই প্রায় ৫৫ হাজার কর্মসংস্থান বিলুপ্ত হয়েছে।

মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিস্টমাসের তথ্যের ভিত্তিতে সিএনবিসি এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে এআই সংশ্লিষ্ট কারণে চাকরি হারানোর সংখ্যা প্রায় ৫৫ হাজারে পৌঁছেছে। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই বছর দেশটিতে মোট চাকরি ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ১৭ মিলিয়নে, যা করোনা মহামারির সময় ২০২০ সালের পর সর্বোচ্চ।

ম্যাশেবলের তথ্যমতে, শুধু নভেম্বর মাসেই যুক্তরাষ্ট্রে প্রায় ৭১ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। এর মধ্যে প্রায় ৬ হাজার, অর্থাৎ মোটের প্রায় ৯ শতাংশ চাকরি এআই সংশ্লিষ্ট কারণে বিলুপ্ত হয়েছে।

অ্যামাজন ও ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানে বিভিন্ন পদ ও বয়সভিত্তিক কর্মীদের মধ্যে এআই এর কারণে চাকরি হারানোর প্রবণতা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম ইনক জানায়, এআইয়ের প্রভাবে এসব কোম্পানিতে নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ক্যারিয়ারের শুরুর দিকের কর্মীদের ওপর।

ওলফ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ স্টেফানি রথ ইনক কে দেওয়া এক মন্তব্যে বলেন, এআইয়ের প্রভাবের কারণে তরুণদের মধ্যে বেকারত্ব বাড়তে পারে। তার মতে, এআই সরাসরি মানুষের কাজ কেড়ে নিচ্ছে এমনটি নয় বরং প্রতিষ্ঠানগুলো নতুন কর্মী নিয়োগের বদলে ভবিষ্যতমুখী প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াচ্ছে।

শেয়ার করুন