ছবি: সংগৃহীত
কুয়েত সরকার ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানসহ মোট ২৪ জনের নাগরিকত্ব বাতিল করেছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, কুয়েত টুডের সরকারি গেজেটে প্রকাশিত এক ডিক্রির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২২৭ নং ডিক্রিতে উল্লেখ করা হয়েছে, “তারিক মুহাম্মদ সালেহ আল-সুওয়াইদান এবং যারা তার ওপর নির্ভরশীলতার মাধ্যমে এটি (নাগরিকত্ব) অর্জন করেছিলেন তাদের নাগরিকত্ব প্রত্যাহার করা হলো।”
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশ এবং মন্ত্রীপরিষদের অনুমোদনের পর আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এই আদেশে স্বাক্ষর করেছেন। তবে ডিক্রিতে আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিলের আইনি কারণ স্পষ্ট করা হয়নি।
কুয়েত সাধারণত দ্বৈত নাগরিকত্ব, জালিয়াতি, জাতীয় নিরাপত্তা বা “রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ” সম্পর্কিত বিষয়গুলোর জন্য নাগরিকত্ব প্রত্যাহার করে থাকে।
উচ্চতর কমিটি গঠনের পর থেকে, বিভিন্ন কারণে ৬০ হাজারেরও বেশি ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে মিডল ইস্ট মনিটর জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা আল-সুওয়াইদানকে একজন ধর্মীয় পণ্ডিত হিসেবে নয় বরং মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত আল-সুওয়াইদান যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলোর সমালোচনা করার জন্য তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর





