বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৯০ শতাংশ আফগান পরিবার খাদ্য সংকটে : ইউএনডিপি

আফগানিস্তানের ৯০% পরিবার খাদ্য না পেয়ে ঋণে ডুবে যাচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ তথ্য জানায়, ইউএনডিপি জানায় ২০২৩ সাল থেকে ৪.৫ মিলিয়ন আফগান ফেরত আসার ফলে অর্থনৈতিক চাপ বেড়েছে। প্রায় ৫০% পরিবার চিকিৎসা বাদ দিয়ে খাবারের জন্য খরচ করছে, এবং ৯০% ঋণে পড়েছে।
বুধবার ১২ নভেম্বর এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর প্রকাশ করেন।
আবাসনের সংকটও রয়েছে আগানদের। কারণ ভাড়া তিনগুণ বেড়ে গেছে। বেশিরভাগ ফিরে আসা পরিবার জীর্ণ আশ্রয়ে বসবাস করছে। নারীদের কাজের সুযোগ কমে যাওয়ায় অনেক পরিবারে আর্থিক চাপ বেড়েছে। বিশেষ করে নারী প্রধান পরিবারের জন্য।
ইউএনডিপি দ্রুত মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।
শেয়ার করুন