বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাজ্যের শীর্ষ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো চিঠিতে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা জানানো হয়েছে, যা বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বেশ কিছু মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। তবে এর মধ্যে কিছু মামলা আদালতে ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে।

বিবিসির চেয়ারম্যান সমির শাহ এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে, ট্রাম্পের সম্ভাব্য আইনি পদক্ষেপ মোকাবিলায় বিবিসি প্রস্তুতি নিচ্ছে। শাহ বলেন, “ট্রাম্প একজন মামলাপ্রিয় ব্যক্তি। আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত থাকা প্রয়োজন।”

এ পরিস্থিতির মধ্যেই বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস রোববার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের পেছনে প্রধান কারণ হিসেবে বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে সম্প্রচারিত একটি তথ্যচিত্রকে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ওই তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণকে সংযোজনের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয় যেন মনে হয় তিনি জনতাকে ক্যাপিটল হিলে আক্রমণে প্ররোচিত করছেন। তথ্যচিত্রটি সম্প্রচারিত হয়েছিল গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে।

বিবিসি সূত্রে জানা গেছে, এ বিতর্কের প্রেক্ষাপটে চ্যানেলটি ট্রাম্পের পক্ষ থেকে সম্ভাব্য আইনি পদক্ষেপ মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় চ্যানেলের উপর যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনা উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন