বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় বিনামূল্যে চিকিৎসা সেবা: ২ হাজার রোগীর ভিড়

 জেলা প্রতিনিধি ( নেত্রকোণা ):

‎সবার জন্য স্বাস্থ্য”—এই লক্ষ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা ও চিকিৎসক ডা. আনোয়ারুল হক এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, সার্জারি, চক্ষু, দন্ত, অর্থোপেডিক্সসহ ১৭টি বিভাগের ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই হাজার রোগীকে সেবা দেন।

‎বৃহস্পতিবার সকাল ১১টায় বাউশী বাজারের খেলার মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফার মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকেন্দ্রিক দফার আলোকে দূর–পল্লীর মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়াই ছিল এ ক্যাম্পের মূল উদ্দেশ্য।

‎স্থানীয় রোগীরা জানান, তাদের এলাকায় নিয়মিত চিকিৎসা সুবিধা দুর্লভ। দূর শহরে গেলে চিকিৎসা ব্যয়ে দুই–তিন হাজার টাকা লাগে। কিন্তু এখানে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

‎নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল আমীন বলেন, “ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আনা সম্ভব হয় না। তাই এ ধরনের মানবিক উদ্যোগ মানুষের দরজায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখছে।”

‎আয়োজক ডা. আনোয়ারুল হক জানান, ক্যাম্পে জটিল রোগ শনাক্ত হলে রোগীদের পরবর্তী পর্যায়ে ঢাকা ও ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে। তিনি আরও বলেন, “ইতোমধ্যে ১৬টি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পর্যায়ক্রমে সদর–বারহাট্টা উপজেলার সব ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।”

শেয়ার করুন