বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে নিয়ে শ্রদ্ধা কাপুরের কমেন্ট, তোলপাড় নেট দুনিয়া

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সবসময়ই ভক্তদের কৌতূহল ও আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো ব্যক্তিগত জীবন নিয়ে, কখনো সম্পর্ক সংক্রান্ত খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার প্রতি আগ্রহ থাকে প্রবল। এবার আলোচনার জন্ম দিয়েছেন এক ভক্তের করা সরাসরি বিয়ের প্রশ্নে তার তাৎক্ষণিক ও মজার উত্তর দিয়ে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা নিজের গয়নার ব্র্যান্ড ‘পালমোনাস’-এর একটি প্রোমোশনাল ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। ভিডিওতে মজার ছলে তিনি বলেন, ভ্যালেন্টাইনস ডের সময় বেশির ভাগ ব্রেকআপ হয়। কেন এমন হয়, তা নিয়েও কিছুটা হালকা আলোচনা করেন অভিনেত্রী। শেষে হাসি মিশিয়ে বলেন, একা থাকতে না চাইলে এই সময়ে তাদের গিফট বক্স কিনলেই সমাধান।

ভিডিও প্রকাশের পরই কমেন্ট সেকশনে এক ভক্ত সরাসরি প্রশ্ন করেন, “বিয়ে কবে করবেন?” শ্রদ্ধা এই প্রশ্ন এড়িয়ে যাননি। বরং মজার ভঙ্গিতে জবাব দেন, “বিয়ে তো আমি করবোই।” এই সংক্ষিপ্ত কিন্তু কৌতুকপূর্ণ মন্তব্যে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। কেউ লিখেছেন, “আমাকেই বিয়ে করুন,” আবার কেউ জানতে চেয়েছেন, “কবে?” এভাবেই কমেন্ট বক্স ভরে উঠেছে নানা প্রতিক্রিয়ায়। অভিনেত্রীর এই উত্তর ভক্তদের মধ্যে নতুন ধরনের উত্তেজনা ও আনন্দ তৈরি করেছে।

শেয়ার করুন