বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেও একসাথে অভিষেক-ঐশ্বরিয়া 

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেও বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন একসাথে দেশে ফিরেছেন। নতুন বছর উদযাপন শেষে তারা মুম্বাই বিমানবন্দরে ধরা পড়েছেন, সঙ্গে ছিলেন তাদের একমাত্র কন্যা আরাধ্য বচ্চন।

পরিবারিক সময় কাটানোর জন্য সম্প্রতি তারা নিউইয়র্কে গিয়েছিলেন। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে অভিষেক-ঐশ্বরিয়া এবং আরাধ্য সেখানে ছুটি কাটান। পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটানো এবং নববর্ষ উদযাপন শেষে তারা দেশে ফেরেন।

দীর্ঘদিন ভক্তরা এই পরিবারকে একসঙ্গে খুব একটা দেখেননি। তাই নতুন বছরের শুরুতে তাদের হাসিখুশি পরিবারিক মুহূর্ত অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

এক সূত্রে জানা গেছে, বিবাহবিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে তারা নতুন বছরের শুরুতেই একসাথে দেখা দিয়েছেন। এই মুহূর্তে তাদের হাসিখুশি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সবসময় পরিবারকে গুরুত্ব দিয়েছেন। ব্যস্ততার মাঝেও মেয়ে আরাধ্যকে কাছাকাছি রাখার চেষ্টা দেখা যায়, যা পরিবারপ্রেমী ভক্তদের খুশি করছে।

অভিষেক ও ঐশ্বরিয়া একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হন ‘ধুম টু’ ও ‘গুরু’ সিনেমায় একসাথে কাজ করার পর। দুই পরিবারের সম্মতিতে ২০০৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চার বছর পর, ২০১১ সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যা আরাধ্য।

শেয়ার করুন