নতুন বছরের প্রথম দিনেই প্রকাশ হচ্ছে মাহতিম সাকিবের নতুন গান, যার নাম ‘একটাই পরিচয়’।
এ গানে মাহতিম সাকিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমু। গানটির লেখক এন আই বুলবুল এবং সুর করেছেন মোঃ তামিম ইসলাম। সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি।
গানের ভিডিও পরিচালনা করেছেন খালেদ সাইফুল্লাহ। এটি শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে আজ (১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় প্রকাশিত হবে।
নতুন গানটি নিয়ে মাহতিম সাকিব বলেন, “গানটি আমার সঙ্গে ইমু দ্বৈত গেয়েছেন। নতুন হলেও তিনি অনেক ভালো করেছেন। রোমান্টিক কথার এই গানটির সুর শ্রোতাদের মনে দাগ কাটবে, আশা করছি। নতুন বছরে সবার জন্য উপহার হিসেবে আমাদের এই গান।”
শিল্পী ইমু বলেন, “মৌলিক গান দিয়ে নতুন বছর শুরু করলাম। চলতি বছরে আরও কয়েকটি মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসবো।”





