বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হানিয়া আমিরের ইনস্টাগ্রামে বিয়ের গুঞ্জন

পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির, যিনি অভিনয়, সৌন্দর্য এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার জন্য পরিচিত, আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এবার বিষয় তার ব্যক্তিগত জীবন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি হালকা মন্তব্য নতুন করে বিয়ের গুঞ্জন তৈরি করেছে। নেটিজেনরা আলোচনা করছেন, নতুন বছরে সত্যিই কি হানিয়া বিয়ের পিঁড়িতে বসবেন, নাকি সব কেবল জল্পনা।

কার সঙ্গে তিনি বিয়ে করতে পারেন, তা নিয়েও চলছে অনুমান। অনেকের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহার হতে পারেন সেই ব্যক্তি।

এই জল্পনার সূত্রপাত ঘটে হানিয়ার ইনস্টাগ্রাম পোস্টের একটি মন্তব্য থেকে। একজন অনুরাগী লিখেছিলেন, “তোমার বিয়ের গুঞ্জন শুনছি।” হানিয়া মজা করে জবাবে লিখেছেন, “আমিও শুনছি।” হালকা চালে দেওয়া এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা ও অনুমান সৃষ্টি করেছে।

অনেকে মনে করছেন, মন্তব্যে কোনো ইঙ্গিত লুকানো থাকতে পারে। আবার অনেকে বলছেন, হানিয়া বিষয়টিকে কেবল হালকাভাবে নিয়েছেন এবং বাস্তবে কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, ২০১৮ সালে হানিয়া জনপ্রিয় গায়ক আসিম আজহারের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে, কিন্তু ২০২০ সালে সম্পর্ক শেষ হয়। এরপর থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে নানা জল্পনা শোনা গেছে। সম্প্রতি আবার সেই পুরনো সম্পর্ক নতুনভাবে জোড়া লাগার গুঞ্জন উঠেছে। তবে হানিয়া বা আসিম এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

পেশাগত দিক থেকেও চলতি বছরটি হানিয়ার জন্য সফল হয়েছে। ‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। কাজের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনকে ঘিরে এই জল্পনা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

শেয়ার করুন