বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জেমসের কনসার্টে হামলা ও ইট নিক্ষেপ, আহত ২৫

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রখ্যাত সংগীতশিল্পী জেমসের কনসার্ট বিশৃঙ্খলার মুখে পড়ে বাতিল করা হয়েছে। উচ্ছৃঙ্খল জনতার হামলার ঘটনায় অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে জেমসের ব্যান্ড ‘নগর বাউল’-এর পরিবেশনা শুরু হওয়ার কথা ছিল। এ উপলক্ষে স্কুল চত্বরে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর ঠিক আগে বহিরাগতদের স্কুল ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হলে একদল ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠে। তারা বাইরে থেকে ইট ও পাটকেল নিক্ষেপ করে এবং মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জিলা স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীদের বাধার মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়।

পরিস্থিতির অবনতি হওয়ায় রাত আনুমানিক ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চে উঠে আনুষ্ঠানিক ঘোষণা দেন যে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এবং ফরিদপুরের জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ জানান, জেমসের গান শুনতে আসা অনেক বহিরাগত দর্শক ক্যাম্পাসে ঢুকতে না পারায় তারা ক্ষুব্ধ হয়ে বাইরে থেকে ইট ছোড়ে। এ হামলার ফলে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারও করতে হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের প্রবেশ নিয়ে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত পুরো সংগীতানুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন