বলিউডের কিং খান শাহরুখ খানের স্বপ্নের আবাস ‘মান্নাত’ মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ব্যান্ডস্ট্যান্ডে আরব সাগরের তীরে অবস্থিত। এটি কেবল একটি বাড়ি নয়; বরং কিং খানকে সফলতা ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০০১ সালে শাহরুখ যখন এটি ক্রয় করেন, তখন এর মূল্য ছিল প্রায় ১৩ কোটি রুপি। আজকের দিনে এই প্রাসাদের বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি পৌঁছেছে।
প্রতিদিন হাজার হাজার ভক্ত এবং অনুরাগী শাহরুখকে এক ঝলক দেখার বা বাড়ির সামনে ছবি তোলার জন্য মান্নাতের গেটের সামনে ভিড় জমান। অনেক সিনেমাপ্রেমী দর্শক স্বপ্ন দেখেন বাড়ির অন্দরমহল দেখার, কারণ সেখানে প্রবেশের অনুমতি পেলে তারা সরাসরি কিং খানের সঙ্গে দেখা করতে পারেন। তবে সম্প্রতি প্রকাশ পেয়েছে, শাহরুখের বাড়িতে কিছু ধরনের পোশাকে উপস্থিত হলে তিনি বিরক্ত হন। এই তথ্য ফাঁস করেছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর।
শাহরুখ এবং করণ জোহরের বন্ধুত্ব বহু বছরের। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। এক সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, তিনি নিজে কখনো মান্নাতে নির্দিষ্ট ধরনের জিনস পরে যান না। কারণ শাহরুখ খুবই খুঁতখুঁতে পোশাকের ক্ষেত্রে।
অভিনয় জীবনের শুরু থেকেই করণ শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় তিনি নায়ককে পরামর্শ দিয়েছেন কোন ধরনের জিনস পরলে তা দেখতে সঠিক হবে। করণ বলেন, এত বছর বাদশাহর খুঁতখুঁতে স্বভাবের কারণে যে জিনসের প্যান্ট পরা যাবে না, তা তিনি কখনও ভাবেননি।
শাহরুখ খান নিজের পোশাকের মাপ নিয়ে অত্যন্ত সংবেদনশীল। সঠিক মাপ না হলে পোশাক ব্যবহার করতে পারেন না, এবং একই খুঁত চারপাশের মানুষের পোশাকের ক্ষেত্রেও প্রযোজ্য। করণ বলেন, ভুল মাপের জিনস পরে মান্নাতে গেলে কিং খানের নজর প্রথমে তাৎক্ষণিকভাবে পড়ে এবং পরে বিচার করা হয়। তাই করণ নিজে কখনো মান্নাতে জিনস পরেন না।
এছাড়া বলিপাড়ার অনেকেই জানেন, অতিথি আপ্যায়ন এবং অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শাহরুখকে অনুসরণ করলে তা শিখতে পারবেন। জন্মদিন, দীপাবলি বা সিনেমার সাফল্যের উদযাপন সব সময়েই ‘মান্নাত’-এ কিং খান বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন, যা অনুরাগীদের জন্য এক আকর্ষণীয় এবং স্মরণীয় অভিজ্ঞতা।





