বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ধুরন্ধর’-এর নাচে পাকিস্তানি ছোঁয়া, ভাইরাল অক্ষয় খন্নার ভিডিও

কিছুটা হেঁটে গিয়েই শুরু করলেন। সঙ্গে সঙ্গে পায়ের তাল মিলিয়ে কাঁধের নাড়ির ছন্দে এক ধরনের স্বতঃস্ফূর্ত আনন্দ তৈরি হল! অক্ষয় খন্নার এই নাচে রয়েছে পাকিস্তানি নৃত্যের ছোঁয়া। ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশেই তুমুল আলোচনা চলছে। মুখ্য চরিত্রে রণবীর সিংহ থাকলেও বেশ আলো কেড়েছেন অক্ষয়। সিনেমায় রহমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন প্রশংসিত অভিনেতা। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে অক্ষয়ের ‘এফএ৯এলএ’ গানের নৃত্য দৃশ্য।

গানের ছন্দে তিনি হালকা হাঁটাহাঁটি করেছেন এবং সঙ্গে সঙ্গে পা ও কাঁধের মিলিত ছন্দে তৈরি হয়েছে প্রাণবন্ত পরিবেশ। নেটিজেনদের মতে, এই নাচের ভঙ্গিমা আসলে তার বাবা বিনোদ খন্নার নৃত্যের অনুকরণ। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিনোদ খন্না গানটির ছন্দে কোমর দোলাচ্ছেন। ১৯৮৯ সালে লাহোরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রেখা ও বিনোদ। একই মঞ্চে ছিলেন জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খান। মিঁয়াদাদও বিনোদ-রেখার সঙ্গে কোমর দোলাচ্ছিলেন। এমনকি ইমরানকেও নাচতে উৎসাহিত করেছিলেন।

নেটিজেনরা লক্ষ্য করেছেন, বিনোদের সেই নাচ এবং অক্ষয়ের ‘এফএ৯এলএ’ গানে নাচের ভঙ্গিমা, বিশেষ করে হাতের অঙ্গভঙ্গি, প্রায় অভিন্ন। তাই প্রশ্ন উঠেছে অক্ষয় কি সচেতনভাবে বাবার নৃত্যভঙ্গি অনুসরণ করেছেন? প্রথম দিকে এই গানে অক্ষয়ের জন্য কোনও নৃত্য দৃশ্য পরিকল্পিত ছিল না; শুধু নেপথ্যের নৃত্যশিল্পীরা ছিল। কিন্তু অক্ষয় নিজে নৃত্যদৃশ্যে অংশ নিতে ইচ্ছুক হয়ে পরিচালক আদিত্য ধর ও নৃত্যপ্রশিক্ষক বিজয় গঙ্গোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন, ‘‘আমি কি এখানে নাচ করতে পারি?’’ সঙ্গে সঙ্গে পরিচালক রাজি হন।

কোনও পূর্ব প্রস্তুতি ছাড়াই অক্ষয় নিজেই নাচতে শুরু করেন এবং দর্শকের হৃদয় ছুঁয়ে নেন। লাদাখে শুটিং চলাকালীন নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল অভিনেতাদের। বিজয় জানিয়েছেন, ‘‘অক্ষয় কয়েক ধাপ নাচের পর মুখে অক্সিজেন মাস্ক পরেছিলেন। তবুও শুটিং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল।’’

শেয়ার করুন