জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসাবেও নিজেকে পরিচিত করেছেন। সম্প্রতি তার নতুন গানের টিজার প্রকাশিত হয়েছে।
গত বছর তাসনিয়া ‘ইত্যাদি’ ম্যাগাজিন শোতে তাহসানের সঙ্গে গান দিয়ে অভিষেক করেছিলেন। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেই অভিজ্ঞতার পর ভক্তদের মধ্যে নতুন গানের আগ্রহ তৈরি হয়েছে।
অভিনেত্রী এবার গাইবেন কিংবদন্তি গীতিকার কবির বকুলের লেখা গান ‘মন গলবে না’। প্রথম গানের মতোই সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানে কণ্ঠ দিয়েছেন তাসনিয়ার পাশাপাশি ইমরানও।
নতুন গান প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, “‘রঙে রঙে রঙিন হব’ গানটির পর ভাবছিলাম ভিন্ন ধরনের গান করব। একদিন কবির বকুল ভাই সারপ্রাইজ হিসেবে গানটি পাঠালেন। ইমরান ভাই সুরের পর বলেন, এটি আমার জন্য ভালো একক গান হতে পারে। শুনেই ভালো লেগেছে। ইমরান ভাইও একটি অংশে কণ্ঠ দিয়েছেন।”
‘মন গলবে না’ গানটি দিয়ে তাসনিয়া ফারিণ প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। গানটি তার নিজস্ব প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে তৈরি হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাসনিয়া ও ইমরানকে। সবকিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর গানটি প্রকাশিত হবে।
প্রযোজনায় নাম লেখানোর বিষয়ে তাসনিয়া বলেন, “‘মন গলবে না’ একটি কমার্শিয়াল ধাঁচের গান। ভিডিওতে গল্প দেখানোর চেষ্টা করেছি। এটি আমার পার্সোনাল বিষয়, তাই অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে না গিয়ে নিজেই করেছি।” তিনি আরও জানান, ভবিষ্যতে গানের পাশাপাশি অন্যান্য কনটেন্ট নিয়েও কাজ করার পরিকল্পনা আছে।
ফারিণের গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন ফ্লাইবটের নাহিয়ান। তিনি বলেন, “দর্শকরা আমাকে ভিডিওতে বিভিন্ন লুকে দেখতে পাবেন।”
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ফড়িং ফিল্মস টিজার প্রকাশ করেছে। টিজারের একটি ছবি শেয়ার করে তাসনিয়া ফেসবুকে লিখেছেন, “আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।” ছবিতে দেখা গেছে ফারিণ অভিমান করে দাঁড়িয়ে আছেন, পাশে ইমরান তার মন গলানোর চেষ্টা করছেন।





